শরীরের সৌন্দর্য রক্ষায় মাথার চুলের রয়েছে নান্দনিক গুরুত্ব। আর তরুণ বয়সেই যদি চুলে পাক ধরে কিংবা দু-একটি চুল সাদা হয়ে যায়, তখন মানসিক দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এবং এসব বন্ধ করতে যে যা উপদেশ দেয় তাই সবাই করে থাকে। আর এসব বন্ধ করতে হেয়ার স্প্রে, হেয়ার জেল, হেয়ার ক্রিম, শ্যাম্পু, কলপ আরো কত কী-ই না মানুষ ব্যবহার করে। ফল আগে যা ছিল তাই, শূন্য। প্রকৃতিগত নিয়মে এ চুল এক সময় পাকবেই। এটিই নিয়ম। কিন্তু এ নিয়মের বাইরে নির্দিষ্ট সময়ের আগেই চুল সাদা হয়ে গেলে ব্যাপারটি বেশ বিড়ম্বনা...

